প্রকাশিত: Fri, Jul 7, 2023 8:33 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:52 AM

[১]গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদতাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। বিভিন্ন দল ও জোটগুলোর সঙ্গে চলমান যুগপৎ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমরা আলোচনা করেছি বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আমাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি কী হবে।

[৩] শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৪] তিনি বলেন, আপনারা জানেন আমরা অনেকগুলো দফা দিয়েছিলাম। সেই দফাগুলোর ভিত্তিতেই আমরা আন্দোলন করছি। এটাকে আরো কিভাবে কাছাকাছি আনা যায় এবং এক দফায় আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।  এক দফা আন্দোলন কবে শুরু করা যায় কিভাবে শুরু করা যায় সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে। 

[৫] বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও  যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অপরদিকে উপস্থিত ছিলেন  গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের. বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব  মো. আবদুল কাদের প্রমুখ।

[৬] ব্রিফিংয়ে এ্যাড. সুব্রত চৌধুরী বলেন, আমাদের এখন চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যুগপৎ আন্দোলনের যে সমস্ত দল রয়েছি, অতি দ্রুত সময়ের মধ্যে একটি যৌথ ঘোষণা দিয়ে চূড়ান্ত আন্দোলন ও চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের কাজ শুরু করব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব